close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কাজী হতে পারবেন কওমীর স্বীকৃত ডিগ্রিধারীরাও’

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
The Ministry of Law has opened the path for Qawmi Madrasa degree holders to become Nikah Registrars (Kazi).

দেশের কওমী ধারার মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন থেকে কওমী মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিরাও নিকাহ রেজিস্ট্রার বা কাজী হিসেবে সরকারিভাবে দায়িত্ব পালন করার সুযোগ পাবেন। রোববার (৭ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, কাজী হওয়ার এই সুযোগটি এতদিন কেবল আলিম সনদধারী ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে আইন মন্ত্রণালয় এই সুযোগের পরিধি বাড়াতে প্রয়োজনীয় আইন সংশোধন করেছে। তার ঘোষণা অনুযায়ী, আজ থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত বোর্ডসমূহ থেকে যারা দাওরায়ে হাদিস সনদ পেয়েছেন, তারা সরাসরি নিকাহ রেজিস্ট্রার পদে আবেদন করার যোগ্যতা অর্জন করবেন।

কওমী ডিগ্রিধারীদের জন্য এই সুযোগ সৃষ্টি হওয়ায় দেশের ধর্মীয় শিক্ষাব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। দীর্ঘদিন ধরেই কওমী শিক্ষাবিদরা এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো তাদের দাওরায়ে হাদিস ডিগ্রিকে মাস্টার্সের সমমানের মর্যাদা দিয়ে সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এই আইন সংশোধনের মাধ্যমে সেই স্বীকৃতির পথে আরো এক ধাপ অগ্রগতি হলো। বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল কওমী ডিগ্রিধারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে না, বরং সরকারের সঙ্গে কওমী আলেম সমাজের সম্পর্ক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

No comments found


News Card Generator