close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

যশোর নরেন্দ্রপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি কাশেম আ টক

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন কমিটির সভাপতি আবুল কাশেম বিশ্বাসকে আটক করেছে পুলিশ।....

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন কমিটির সভাপতি আবুল কাশেম বিশ্বাসকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।আবুল কাশেম চাউলিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্ষমতার দাপট দেখিয়ে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়া বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।


নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শাহিনুর ইসলাম শাহীন জানান, দীর্ঘদিন ধরেই তাকে খোঁজা হচ্ছিল। শুক্রবার রাতে তাদের কাছে খবর আসে আবুল কাশেম বাড়িতে অবস্থান করছেন। তাৎক্ষণিক তার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে কাশেমকে আটক করে। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।


এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, কাশেমের বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তারই প্রেক্ষিতে আটক করে নরেন্দ্রপুরে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

没有找到评论


News Card Generator