close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় জৈব কৃষিতে কনিকা রানীর সফলতা..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী গ্রামের কৃষানী কনিকা রানী (৩৮)।..

জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় জৈব কৃষিতে কনিকা রানীর সফলতা

 

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ  “বিয়ের পর স্বামীর সংসারে এসে দেখি অভাব অনটনের সংসার।স্বামীর একার আয়ের উপর সংসার কষ্টের মধ্যে দিয়ে চলতো বিয়ের কয়েক বছর পর যখন সংসারে সদস্য সংখ্যা বাড়তে থাকে তখন সংসারের অবস্থা আরো খারাপ হতে থাকে। স্বামী-স্ত্রী মিলে পরিকল্পনা করলাম বসতভিটায় বারমাস সবজী চাষ করবো এবং প্রতি বছর ১০শতক অন্যের জমি বর্গা নিয়ে আমন ধানচাষ করবো।আর তারপর থেকে বসতভিটায় স্বামী-শাশুড়ির সহযোগিতায় মৌসুম ভিত্তিক আলু, টমেটো, বেগুন, মিষ্টিকুমড়া, বরবটি, ডাটাশাক, ওলকপি, ফুলকপি, বাধাকপি, মুলা, উচ্ছে, শিম, লালশাক, পালংশাক, চালকুমড়া, লাউ, কচুরমুখি,পুইশাক, শসা, মরিচ, পেয়াজ, রসুন, হলুদ ও সরিষা ইত্যাদি সবজী চাষ করি ও আমন মৌসুমে ১০শতক অন্যের জমি বর্গা নিয়ে ধানচাষ করি।নিজের পরিবেশ বান্ধব জৈব কৃষি নিয়ে এমনটাই জানাচ্ছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী গ্রামের কৃষানী কনিকা রানী (৩৮)।

 

এ প্রসঙ্গে কনিকা রানী আরও বলেন, নিজের প্রচেষ্টায় টিকিয়ে রেখেছেন কৃষিপ্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি বাড়ী। শৈশবকাল থেকে দাদু ঠাকুরমা ও বাবা-মার কাছ থেকে তার কৃষি কাজের সূচনা। এক ছেলে, স্বামী ও শাশুড়িকে নিয়ে মোট চার জনের সংসার তার। ১ বিঘা বসতভিটা ও ৪ বিঘা বিল জমি সেখানে বৈচিত্র্যময় সবজী উৎপাদন ও কৃষি চর্চা করেন কনিকা রানী। স্বামী হিমাংশু মন্ডল পেশায় একজন কৃষক ও গ্রাম্য হোমিও চিকিৎসক । দিনের অধিকাংশ সময় বাড়ির বাইরের কাজে ব্যস্ত থাকেন তিনি। কনিকা রানী গৃহস্থালীর কাজ, বৈচিত্র্যময় ফসল উৎপাদন, প্রানী সম্পদ পালন এবং সমন্বিত কৃষি কাজ ধান রোপন, ধান কাটা মাড়াই, বীজ সংরক্ষন সহ সব ধরনের কাজ করেন। এভাবে বৈচিত্র্যময় শাক-সবজী চাষাবাদ করার মধ্যে দিয়ে কনিকা রানী তার সংসারের অভাব দুর করতে প্রানান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধান ও শাক সবজী আবাদ করায় একদিকে যেমন তাকে বাজার থেকে চাল ও শাক সবজী কিনতে হয়না অন্যদিকে পরিবারের চাহিদা পুরন করতে পারছেন। নিজের ১ বিঘা বসতভিটায় তিনি যে সকল প্রাণবৈচিত্র্য সংরক্ষণ করেন তা হলো ফলজ ও বনজ উদ্ভিদবৈচিত্র্য আম গোবিন্দভোগ, সিতা ভোগ, নিলাম্বরী, লতা, জাম, কাঁচকলা, কাঁঠালে, বড়বাউলে কলা, নারকেল, পেয়ারা, পানি আমড়া,সবেদা, জামরুল, বাতাবি লেবু, ডুমুর, তাল, খেজুর, করমচা, কেওড়া, রেইনট্রি, নিম, কদবেল, পাতিলেবু, লিচু, আপেল, নারকেল ও বিলিতে কুল, তেঁতুল, আঁশফল, আমলকি, জলপাই, গবেদা, কমলালেবু, ডালিম, আঙুরফল,কাঁঠাল, সুপারি, পেঁপে, গাব গাছ, দেশী বেল।

 প্রাথমিক চিকিৎসা কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় গাছ-গাছড়া নিজ গ্রাম ও বাড়ির আশপাশ থেকে সংগ্রহ ও সংরক্ষন করে রেখেছেন। প্রয়োজনে কোন উদ্ভিদ খুজে পেতে অনেক বেগ পোহাতে হয় না। তাই তিনি এ সমস্ত প্রয়োজনীয় উদ্ভিদকে হাতের কাছে পেতে নিজ আঙিনায় গড়ে তুলেছেন ছোট একটি ঔষধি গাছের বাগান। তার ঔষধি উদ্ভিদবৈচিত্র্য বাগানে রয়েছে, অনন্তমূল, অপরাজিতা, ঈষাণমূল, লালকেউটে, কালকেউটে, শিউলি, সোনাঝুরি, কৃষ্ণ তুলসী, রাধা তুলসী, মাধবীলতা, শিষ আকন্দ, শ্বেত আকন্দ, ঝাউগাছ, চিরবসন্ত, পাথরকুচি, দূর্বাঘাস, মেহেদী, ধুতরা, ইনসুলিন,  প্রভৃতি। কনিকা রানী সারাবছর বসতভিটায় মৌসুম ভিত্তিক স্থানীয় ফসল বৈচিত্র্য লালশাক, ডাটাশাক, পালংশাক, সীম, বরবটি, লাউ, মিষ্টিকুমড়া, ঢেড়স, চালকুমড়া, উচ্ছে, করল্লা, বেগুন, টমেটো, ওল, কচুরমুখী, আদা, হলুদ, শসা, পেয়াজ , রসুন, পুইশাক, সরিষা, মরিচ, আলু, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, মূলা, বড় আলু. মানকচু ইত্যাদি চাষাবাদ ও সংরক্ষণ করেন।

 

 উপকুলীয় এলাকায় খাদ্য নিরাপত্তায় পারিবারিক পুষ্টি চাহিদা পুরনে বসতভিটায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য, ও মসলা বৈচিত্র্য আদাবরুন/বিলশাক, তেলাকচু, ঘুমশাক, কলমীশাক, গাদামনি শাক, হেলাঞ্চ, মাটিফোড়া শাক, খুদকুড়ো, হাতিশূর, সেঞ্চি শাক, ঘোড়া সেঞ্চি, কাটানটি, গিমে শাক, থানকুনি, কালোকচু ,এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, মরিচ, প্রদর্শনী রিং পদ্ধতিতে সংরক্ষণ করেছেন। একই সাথে পরিবারের পুষ্টি চাহিদা পূরন এবং আর্থিক উপার্জনের জন্য কনিকা রানী বিভিন্ন প্রাণীসম্পদ পালন করেন।

 তাছাড়া নিজের মিষ্টি পানির পুকুরে সারা বছর স্থানীয় মৎস্যবৈচিত্র্য পুটি, মরুল্য, রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, খুরকুল্লো, আমলেট, খয়রা, গলদা, টেংরা, চিংড়ী সংরক্ষণ করেন। কনিকা রানীর প্রধান লক্ষ্য হল গ্রামের প্রতিটি বাড়ী যেন তার বাড়ীর মত তৈরি হয় সবাই স্থানীয় বীজ সংরক্ষণ করে ও সকলের বাজার নির্ভরশীলতা কমে। কৃষি প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ একটি সমৃদ্ধশীল জনপদ গড়ে তোলাই কনিকা রানীর  প্রধান লক্ষ্য। তিনি বিভিন্ন আলোচনা ও প্রশিক্ষনের মাধ্যমে এলাকার অন্যান্য নারীদের আগ্রহ তৈরি ও উদ্বুদ্ধ করার কাজটি করে চলেছেন।জলবায়ু পরিবর্তন জনিত কারণে ও লবনাক্ত এলাকা হিসাবে তিনি বসত বাড়ীতে ভাসমান পদ্ধতি, বস্তা পদ্ধতি, বেড পদ্ধতি, মাঁচা পদ্ধতি,লতানো পদ্ধতি ব্যবহার করে মাটির গুণাগুন বজায় রেখে প্রাকৃতিক উপায়ে জৈব উপকরণ ব্যবহার করে কৃষি শাক সবজি সহ অন্যান্য ফসল চাষাবাদ করে এলাকায় মানুষের দৃষ্টি কেড়ে চলেছেন।তিনি বলেন তার কাজ দেখে উদ্বুদ্ধ হয়ে একই গ্রামের দিপংকর মন্ডল,রতন মন্ডল সহ অন্যান্যরা জৈব কৃষি ফসল আবাদ শুরু করেছেন।

 

জৈব কৃষিকাজে তার আগ্রহ ও সফলতা দেখে কনিকা রানী মন্ডলকে ২০২৪ সালে বেসরকারী প্রতিষ্ঠান বারসিক সবজী চাষের উপকরণ সহায়তা করেন এবং প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কনিকা রানীর কৃষি বাড়ী গড়ে তোলার ক্ষেত্রে সার্বিক দিক নির্দেশনা, পরামর্শ ও সহযোগিতা করেছেন। তিনি ফসল উৎপাদনে কোনরুপ বাজার থেকে কেনা কীটনাশক ব্যবহার করেন না। বাড়ীতে সেক্স ফেরামন ফাঁদ, মেহগনির ফল, নিমপাতা. ছাই, তামাক, গুল,হুইলের গুড়া, ন্যাপথলের গুড়া,প্রভৃতি জৈব পদ্ধতি ব্যবহার করেন এবং সব ধরনের কম্পোষ্ট(ভার্মি, গর্ত, মাদা) সার তৈরি ও ব্যবহার করেন। বিষমুক্ত সবজি উৎপাদনের কারনে কনিকা রানীর ফসল সহজেই বাজারে বিক্রি হয় এবং সকলের কাছে পরিচিত।তার কাজের প্রশিক্ষণ বিষয়ে বলেন সরকারি প্রশিক্ষণ না পাইলেও বেসরকারিভাবে প্রশিক্ষণ পেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তার বসতভিটায় সবজি চাষ প্রদর্শনী কেন্দ্রটি পরিদর্শন করা হয়েছে।তিনি জানান তার এই কাযর্ক্রমকে এগিয়ে নিতে সরকারি বেসরকারী সহায়তা কামনা করেন।তিনি বলেন তার আয় থেকে ইতিমধ্যে স্থানীয় ব্যাংকে সঞ্চয় শুরু করেছেন বাড়ীতে একটি আধাপাকা ঘর নির্মান করার প্রস্ততি শুরু করেছেন।

 

 অভিজ্ঞদের মধ্যে গ্রামীণ এলাকায় জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করে দেশকে ক্ষুধামুক্ত গড়ে তোলা সম্ভব।টেকসই উন্নয়নে জৈব প্রযুক্তি বিশেষ ভূমিকা রাখে।জলবায়ু পরিবর্তন জনিত কারণে টেকসই কৃষিতে ও পরিবেশ রক্ষায় জৈব কৃষি চর্ায় সকলকে এগিয়ে আনতে সরকারি বেসরকারী উদ্যোগ গ্রহণ জরুরী এবং একই সাথে কনিকা রানীর মত গ্রামীণ নারীদের সংগঠিত করে সহায়তা করা হলে কৃষি সম্প্রসারণে যথেষ্ট ভূমিকা রাখবে।

 

ছবি- শ্যামনগরে জৈব কৃষি সমৃদ্ধ কনিকা রানীর বসতবাড়ী।

 

 

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator