জাতীয় স্বার্থে খালেদা জিয়ার নেতৃত্ব আরও পাঁচ বছর প্রয়োজন' মৌতলায় দোয়া মাহফিলে কাজী আলাউদ্দিন..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

জাতীয় স্বার্থে খালেদা জিয়ার নেতৃত্ব আরও পাঁচ বছর প্রয়োজন' মৌতলায় দোয়া মাহফিলে কাজী আলাউদ্দিন

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাইলেন সাবেক সংসদ সদস্য, সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।

তিনি বলেন, “গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়া নিজের জীবনকে বারবার ঝুঁকির মুখে ফেলেছেন। গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। বর্তমান রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে জাতীয় স্বার্থে অন্তত আরও পাঁচ বছর তার নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত প্রয়োজন।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পশ্চিম মৌতলা খাজরা জামিউল কোরআন মাদরাসার শিক্ষার্থীরা। পরিচালনা করেন মাদরাসার মুহতামিম হাফেজ আতিকুর রহমান। এর আগে বিশিষ্ট আলেমগণের মূল্যবান আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মৌতলা জামে মসজিদের ইমাম কারী মো. আরিফুল ইসলাম, মাওলানা আমানউল্লাহ, হাফেজ আব্দুল গফুর, কারী হাফেজ জুবায়ের হোসেন, হাফেজ আবু রায়হানসহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী এক গুরুত্বপূর্ণ নাম। তার সুস্থতা দেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজন। এ সময় তারা দেশবাসীকে তার আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator