close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ফুলবাড়ীতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত 

Jahangir Alam avatar   
Jahangir Alam
বক্তারা জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ, নবায়নযোগ্য জ্বালানী ব্যবস্থায় রুপান্তর, কার্বন নির্গমন হ্রাস, ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন ও পরিবেশ সুরক্ষামূলক নীতি প্রণয়নের দাবী জানানো হয়। আমাদের ভবিষ্যৎ বিক্রি ..

জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার.. 

"ন্যায্য রুপান্তর চাই এখনই"এই আহবানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জিরো পয়েন্ট তিনকোনা মোড়ে শুক্রবার সকাল ১০ টায় উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ফুলবাড়ী ইয়ুথ হাব ও এক্টিভিস্টা কুড়িগ্রাম-এর আয়োজনে ফুলবাড়ী তিনকোনা মোড় জিরো পয়েন্টে তরুণ জলবায়ু কর্মী এবং তাদের সংগঠনসমূহ গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে যোগ দিয়ে সবুজ, ন্যায্য ও সমতাপূর্ণ বিশ্বে দাবি জানিয়েছে।

যুব,যুব নারী, সাধারণ জনগণ এবং স্থানীয়, জাতীয়  পর্যায়ের অংশীজনদের জলবায়ু ন্যায়বিচার আন্দোলনে সম্পৃক্ত করতে এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিষয়ে সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন,পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, টেকসই জীবিকা, শিক্ষা, জাতী, সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্য রক্ষার দাবীতে সংশ্লিষ্ট নীতি
নির্ধারককে অবহিত করা হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন এক্টিভিস্টা কুড়িগ্রাম-এর শিমু শেখ, শান্তা আক্তার, রাতুল হাসান ও মুন সরকার।

বক্তারা জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ, নবায়নযোগ্য জ্বালানী ব্যবস্থায় রুপান্তর, কার্বন নির্গমন হ্রাস, ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন ও পরিবেশ সুরক্ষামূলক নীতি প্রণয়নের দাবী জানানো হয়। আমাদের ভবিষ্যৎ বিক্রি করবো না এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুবরা স্ট্রাইকে ঐক্যমত পোষণ করেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator