close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ফতুল্লায় ঈদের দিন যুবককে গুলি করে হত্যা মামলার মূল আসামি গ্রেফতার..

GK Shohag avatar   
GK Shohag
জিকে সোহাগ, স্টাফ রিপোর্টার

ঈদুল ফিতরের দিন নারায়ণগঞ্জের ফতুল্লায় পাভেল (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যা মামলার মূল আসামি মায়সার আহমেদ বাবুকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার সদর থানার কাশীপুর এলাকায় র‌্যাব-১১ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১ এর অপস্ অফিসার মো. গোলাম মোর্শেদ সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
গ্রেফতার মায়সার আহমেদ বাবু জেলার ফতুল্লা থানার কাশীপুর মধ্যমপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদ মতিনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারের পর আসামি মায়সার আহমেদ বাবু জিজ্ঞাসাবাদে পাভেল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে ফতুল্লা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 
এর আগে গত বুধবার (১৭ এপ্রিল) রাতে পাভেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জুবায়ের আহমেদকে (২৮) সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করে র‌্যাব। এই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
 
উল্লেখ্য, গত ৩১ মার্চ ঈদুল ফিতরের আগের দিন ফতুল্লা থানার কাশিপুর মধ্যপাড়া এলাকায় হাসমত উল্লাহর ছেলে পাভেল ও পাশের বাড়ির মায়সার আহমেদ বাবুর মধ্যে মাদক কেনাবেচার টাকার লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে ঈদের দিন ভোরে মায়সার আহমেদ বাবু ও তার সহযোগীরা পাভেলের বুকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পাভেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
 
এ ঘটনায় নিহতের মা নূরী বেগম বাদী হয়ে মায়সার আহমেদ বাবুসহ পাঁচজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মায়সার আহমেদ এ মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি।
 
মামলার পরপরই আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।
 
হত্যাকান্ডের বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বাবু এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাভেলের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল। ধারণা করা হচ্ছে, মাদকের টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
Geen reacties gevonden


News Card Generator