ভুটানের বিপক্ষে বুধবার প্রীতি ম্যাচেই হামজার পাশাপাশি লাল সবুজের জার্সিতে দেখা যেতে পারে ফাহামিদুল কে।
এই ম্যাচকে ঘিরে উন্মাদনা অনেক। টিকিটের হাহাকার, সকল টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। ১৮ হাজার টিকিট অনলাইনে ছেড়েও সব বিক্রি হয়ে গেছে। ভক্তদের টিকিটের হাহাকার তবু থামেনি। বাফুফে তাই ফ্যান জোনে ম্যাচ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।
দেশের আটটি বিভাগে ফ্যান জোনে খেলার দেখার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
ফ্যান জোনের ব্যবস্থা করেছে বাফুফে, ভক্তরা দেখতে পারবে হামজাদের ম্যাচ..
Nema komentara



















