close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ফেসবুক প্রেমে ঘরছাড়া দুই কিশোরী সিলেটে আটক

Satyajit Das avatar   
Satyajit Das
ফেসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে সিরাজগঞ্জ ও খুলনার দুই কিশোরী বাড়ি থেকে পালিয়ে সিলেটে আসে। রুম ভাড়া নিতে গিয়ে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশ তাদের হেফাজতে নেয়। অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে..

সত্যজিৎ দাস:

ফেসবুকে পরিচয় থেকে প্রেম-আর সেই টানেই বাড়ি থেকে পালিয়ে সিলেটে চলে আসে দুই কিশোরী। তাদের একজন সিরাজগঞ্জের এবং অন্যজন খুলনার বাসিন্দা। একজন কলেজছাত্রী, অন্যজন স্কুলছাত্রী।

 

পুলিশ জানায়,বাড়ি থেকে বেরিয়ে দুই কিশোরী প্রথমে ঢাকায় দেখা করে। সেখান থেকে একসঙ্গে সিলেটের কোম্পানীগঞ্জে আসে এবং সাদাপাথর রিসোর্টে এক রাত অবস্থান করে। পরদিন একসঙ্গে থাকার উদ্দেশ্যে থানার পাশের একটি বাড়িতে রুম ভাড়া নিতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ তাদের হেফাজতে নেয়।

 

এসময় স্কুলছাত্রী কিশোরীর কাছে ১ লাখ টাকার বেশি নগদ অর্থ ও চার ধরনের সোনার গহনা পাওয়া যায়।

 

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ নিশ্চিত করে বলেন,“দুই কিশোরীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিভাবকরা সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন। অভিভাবকদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

Tidak ada komentar yang ditemukan


News Card Generator