এখন মনে হচ্ছে রাজাকাররা ক্ষমতায় আছে : আনিস আলমগীর

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Columnist Anis Alamgir remarked that the current atmosphere, where the name of Bangabandhu evokes 'fear' even in the Victory Month, suggests 'Razakars are in power.'

সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে দেশের রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি হতাশা প্রকাশ করে বলেছেন, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে 'রাজাকাররা ক্ষমতায় আছে'। তার এই বিস্ফোরক মন্তব্যের মূল কারণ হলো—বিজয় মাস ডিসেম্বরেও মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণে যে ভীতি ও দ্বিধা তৈরি হয়েছে।

আনিস আলমগীর বলেন, তিনি অতীতে বিএনপি এবং শেখ হাসিনার দীর্ঘ শাসনকাল—উভয় সময়েই দেখেছেন যে, ডিসেম্বর মাস এলেই পয়লা ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিজয়গাথা, মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ প্রতিবেদন এবং বিজয়ের প্রতীক দিয়ে টেলিভিশন কর্নারগুলো সজ্জিত থাকত। কিন্তু এখন সেই বিজয়ের আবহ সম্পূর্ণ অনুপস্থিত। তিনি অভিযোগ করেন, হাতেগোনা দু-একটি চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে বিজয়ের এই প্রতীক বা স্টোরি দেখা যাচ্ছে না। তিনি প্রশ্ন তোলেন, "সরকার কি আপনাদেরকে নিষেধ করেছে এটা করতে? আপনারা করেন নাই কেন?"

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "এমন একটা আবহ তৈরি হয়েছে মনে হচ্ছে যে, এখন রাজাকাররা শাসন করছে।" এর পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, "কারণ বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাচ্ছে না। ৩২ নম্বর আক্রান্ত। আওয়ামী লীগ যে দলটা স্বাধীনতা এনে দিয়েছিল, তার নাম বললে আপনাকে হেনস্থা করছে। ‘জয় বাংলা’ বললে পিটাচ্ছে।" তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগ যদি কোনো অপকর্ম করে থাকে, তার সাজা দিতে পারেন; কিন্তু 'জয় বাংলা' বলার জন্য বা আওয়ামী লীগের নাম উচ্চারণের জন্য কাউকে হেনস্থা করা বা গ্রেপ্তার করা চলতে পারে না। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, এটি একটি ভয়ের পরিবেশ।

আনিস আলমগীর মনে করেন, সরকারের পক্ষ থেকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানানো হচ্ছে, কিন্তু সেই শুভেচ্ছার চেহারাই বলে দিচ্ছে পরিস্থিতি কতটা ভিন্ন। এই ভীতি এবং নিয়ন্ত্রিত পরিবেশের জন্যই এখন মনে হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে অবস্থানকারীরাই যেন শাসন ক্ষমতার কেন্দ্রে রয়েছে।

Keine Kommentare gefunden


News Card Generator