প্রাকৃতিক দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলা বরগুনার মানুষকে দুর্যোগ মোকাবিলায় আরও সক্ষম ও সচেতন করে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে মোট ৭৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। যাদের মধ্যে ছিলেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্য, সিবিও সদস্য, সিপিপি, রেডক্রিসেন্ট, যুব টিম সদস্যসহ স্থানীয় নারী-পুরুষ, যুবক, শিক্ষক ও সমাজকর্মীরা এতে অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় জেলায় দুর্যোগে সক্ষমতা বাড়াতে এন্টিসিপেটরি একশন ট্রিগারিং ক্রাইটেরিয়া ও প্রোটোকল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং অংশগ্রহণকারীরা এ বিষয় তাদের মতামত তুলে ধরেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ড. আহমেদ পারভেজ। তার প্রাণবন্ত উপস্থাপনা, বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি করে।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। এসময় বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি।



















