বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গত ৫ ডিসেম্বর শুক্রবার রাতে থানার অফিস কক্ষে প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ ও সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ বিদায়ী ওসির হাতে ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি এমডি শিমুল,যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য অরবিন্দ কুমার দাস, আজিজুল হক, আবু রায়হান চৌধুরী, বেলাল হোসেন, কুতুবুল আলম প্রমুখ। প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব পালনকালে ওসি ফরিদুল ইসলাম দক্ষতা, সদাচরণ ও নিষ্ঠার মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার কর্মোদ্যম ও মানবিক আচরণ সর্বমহলে প্রশংসিত হয়েছে। প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী এই কর্মকর্তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।



















