বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড় ইউনিয়নের কইল গ্রামে কর্মকার পাড়া তালোড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বৈদ্যনাথ কর্মকারের ছোট ভাই প্রবীন মৎস্য চাষ ব্যবসায়ী অমল কর্মকার, গত শুক্রবার ১৫ নভেম্বর ভোর সাড়ে ৪ ঘটিকায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোকের মায়া ত্যাগ করিয়া পরলোক গমন করেন। (ওম দিব্যং লোকান স্ব গচ্ছতু), মৃত্য কালে তার বয়স হয়েছিল (৭০) বছর। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে দীর্ঘ দিনের ব্যবসায়ী ও আত্মীয় স্বজনরা তাকে একনজর দেখতে তার বাস ভবন কইল কর্মকার পাড়ায় ছুটে যান। মৃত্যকালে স্ত্রী, এক ছেলে এক মেয়ে নাতি নাতনী, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আাগামী কাল রোববার ১৬ নভেম্বর ভোর ৬ টায় শ্মশানে তার সৎ কাজ সম্পন্ন হবে।
অমল কর্মকারের মৃত্যুতে শোক জানিয়েছেন, মানবাধিকার ও গণমাধ্যম কর্মী বিকাশ কর্মকার,সাংবাদিক সুশান্ত মালাকার, আলতাব নগর ইবনে সৈয়দ দ্বী-মুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক প্রদীপ কুমার প্রাং, ধর্মপরায়ণ ও সমাজসেবক নীরেন কুমার সাহা,সুভাষ মালাকার (সষ্টা), মিন্টু শর্মা (কাজল), সনজিৎ কুমার মালাকার (মন্টু),
অমল কর্মকারের মহাপ্রয়ানে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আত্মার শান্তি কামনা করেছেন।



















