close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দুপচাঁচিয়া উপজেলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিএনজি মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ

 

 

বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দুপচাঁচিয়া উপজেলা সিএনজি মালিক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৬ ই ডিসেম্বর) শনিবার রাতে উপজেলার একটি স্থানীয় এতিমখানায় এ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। উপজেলা সিএনজি মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক জাহিদুর ইসলাম সুজনের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমিতির সদস্যরা অংশ নেন। এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতির উপদেষ্টা হারুনুর রশিদ সাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও উপদেষ্টা অ্যাডভোকেট সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপদেষ্টা আফছার আলী, যুবদল নেতা ও উপদেষ্টা আশরাফুল আলম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ,  সমিতির সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাকিব, রোড সম্পাদক আব্দুল কাদের সবুজ প্রমুখ সহ সমিতির সকল সদস্যবৃন্দ। দেশনেত্রীর আশু রোগমুক্তি, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন হাফেজ মাওলানা মেহেদুল ইসলাম।

No comments found


News Card Generator