close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দিনাজপুরের পার্বতীপুরে মাহাফিজুল হত্যা মামলা ঘিরে নতুন বিতর্ক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের অভিযোগ বিএনপি নেতার..

Abdus Sattar avatar   
Abdus Sattar
দিনাজপুরের পার্বতীপুরে দুই মাস আগে ঘটে যাওয়া মাহাফিজুল ইসলাম হত্যা মামলা ঘিরে নতুন বিতর্ক উদ্দেশ্য প্রণোদিত প্রচারের অভিযোগ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ জেড এম মেনহাজুল হক। তাঁর দাবি একটি মহল পরিক..

 

আব্দুস সাত্তার, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে দুই মাস আগে ঘটে যাওয়া মাহাফিজুল ইসলাম হত্যা মামলা ঘিরে নতুন বিতর্ক উদ্দেশ্য প্রণোদিত প্রচারের অভিযোগ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ জেড এম মেনহাজুল হক। তাঁর দাবি একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর ব্যক্তিগত, পারিবারিক এবং রাজনৈতিক ভাবমূর্তি নষ্টের চেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এর আগে গত ৩০ নভেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নিহত মাহাফিজুল ইসলামের ছেলে সজিব ইসলাম সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক সম্পর্কজনিত বিরোধ থাকতে পারে। সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় নতুন করে আলোচনার ঝড় ওঠে।

হত্যাকাণ্ডটি ঘটেছিল প্রায় দুই মাস আগে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া খাগড়াবন্দ কোটোয়ালপাড়া গ্রামে গভীর রাতে। দীর্ঘ সময় পর বিষয়টি পুনরায় আলোচনায় ফিরে আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়।

সংবাদ সম্মেলনে মেনহাজুল হক লিখিত বক্তব্যে বলেন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। উদ্দেশ্য আমাকে ও আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করা এবং দলের ভাবমূর্তি নষ্ট করা। এটি নিছক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।
তিনি আরও বলেন একটি স্বার্থান্বেষী মহল নিহতের ছেলেকে ভুল বুঝিয়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি সৃষ্টি করছে। পিতা হত্যার বিচার দাবির বদলে রাজনৈতিক কুৎসা রটানোই যেন প্রধান উদ্দেশ্যে পরিণত হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ছয়জনকে আসামি করে ইতোমধ্যে আদালতে চার্জশিট দাখিল করেছে এবং মামলা বিচারাধীন রয়েছে। তদন্ত ও বিচারপ্রক্রিয়া চলমান থাকা অবস্থায় ভিত্তিহীন প্রচারণা চালানো জনমনে ভুল ধারণা তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সংশ্লিষ্টদের ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, দপ্তর সম্পাদক খয়রাত হোসেন বাচ্চু, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বক্কর সিদ্দিকসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট  ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Hiçbir yorum bulunamadı


News Card Generator