close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দিনাজপুরে খালেদা জিয়াকে প্রার্থী করায় নেতাকর্মীদের আনন্দ র‍্যালি..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

 

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর সদর-৩ (সদর) আসনে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকেই জেলাজুড়ে শুরু হয়েছে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার।

 

মঙ্গলবার (৪ ন‌ভেম্বর) দুপুর বারোটার দিকে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের নেতৃত্বে দিনাজপুর শহরে এক বিশাল মোটরসাইকেল আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

 

খালেদা জিয়ার প্রার্থিতা ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই সদর উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে শহরে এসে র‌্যালিতে যোগ দেন। এতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন। পুরো শহরজুড়ে ‘ধানের শীষের বিজয় নিশ্চিত’, ‘দিনাজপুরবাসীর প্রার্থী বেগম জিয়া’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

 

এসময় ছাত্রদল নেতা সাদিকুর ইসলাম বলেন, আমি প্রথমবারের মতো ভোটার হয়েছি। আমার নিজের আসন থেকে বিএনপি চেয়ারপারসন নির্বাচনে অংশ নিচ্ছেন—এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি আমার প্রথম ভোটটি ধানের শীষে দিতে চাই।

 

জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোকাররম হোসেন বলেন, ‘দিনাজপুর সদর আসন থেকে বেগম খালেদা জিয়ার নির্বাচন করার খবর আমাদের মাঝে ঈদের আনন্দের মতো উৎসবের পরিবেশ তৈরি করেছে। ইতোমধ্যে জেলার প্রতিটি ইউনিটে নির্বাচনি প্রস্তুতি শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, বিপুল ভোটে বেগম জিয়া বিজয়ী হবেন।

 

এছাড়া দিনাজপুর-১ আসনে মনজুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৪ আসনে আখতারুজ্জামান মিয়া এবং দিনাজপুর-৬ আসনে অধ্যাপক এ জেড এম ডা. জাহিদ হোসেনের প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে। দিনাজপুর-৫ আসনের প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রয়েছে।

 

 

Nenhum comentário encontrado


News Card Generator