close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দিনাজপুরে চার মাদক কারবারি আটক 

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

 

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

জেলার ফুরবাড়ী উপজেলায় আজ ২৪০ বোতল ফেনসিডিলসহ ৪ জন মহিলা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। আজ রোববার সকাল সাড়ে ১০ টায় জেলার ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় নামক স্থানে তাদেরকে আটক করেন দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার চুরিপট্রি মহল্লার সাহেদ আলীর মেয়ে মোছা. রিনা বেগম (৩৫), একই উপজেলার ডাঙাপাড়া গ্রামের ইউনুস আলীর মেয়ে ইশিকা আক্তার (১৯), একই গ্রামের আব্দুল আজিজের মেয়ে মোছা. রাজিয়া খাতুন (৩৪) এবং একই উপজেলার বাসুদেবপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে শাহিনুর বেগম (৪০)।‌ রোববার দুপুর দুইটায় দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) বিপ্লব কুমার গোস্বামী’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১০ টায় জেলার ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় নামক স্থানে হাইওয়ে রাস্তার পাশে সন্দেহজনক চারজন মহিলাকে আটক করে। এসময় চারজন মহিলাকে র‌্যাব সদস্য দিয়ে দেহ তল্লাশি করে প্রত্যেকের নিকট থেকে বিশেষ কায়দায় রক্ষিত ৬০ বোতল করে মোট ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই ৪ জন মহিলাকে গ্রেফতার করা হয়। র‌্যাব এর সূত্রটি জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদেরকে রোববার দুপুর আড়াইটায় ফুলবাড়ী থানায় সোপর্দ ও মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মহিবুল জানান, গ্রেফতারকৃত চারজনকে দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে

 

 

No comments found


News Card Generator