close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দিনাজপুর-২ আসন বিরল বোচাগঞ্জে এনসিপির মনোনয়ন প্রত্যাশী এম এ তাফসির হাসান মনোনয়ন ফরম সংগ্রহের পর গুরুত্বপূর্ণ বক্তব্য..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

 

দিনাজপুর প্রতিনিধি: খাঁন মোঃ আঃ মজিদ

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসন বিরল বোচাগঞ্জ থেকে এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি)–র মনোনয়ন প্রত্যাশী এম এ তাফসির হাসান সোমবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফরম সংগ্রহের পর তিনি জানান, “জনগণের সেবা ও উন্নয়নকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার লক্ষ্যেই আমি এনসিপির মনোনয়নের জন্য আবেদন করেছি। এনসিপি দেশের নতুন রাজনৈতিক সম্ভাবনার দিক উন্মোচন করেছে—জনগণের অধিকার, স্বচ্ছ প্রশাসন এবং উন্নয়নভিত্তিক রাজনীতিকে তারা সামনে এনেছে। আমি বিশ্বাস করি, দিনাজপুর-২ আসনের মানুষও এই পরিবর্তনের রাজনীতিকে সমর্থন করবেন।” এদিকে, এনসিপির মনোনয়নের জন্য আবেদন করার শেষ তারিখ ১৩ নভেম্বর নির্ধারণ করেছে দলটি। দলটি জানায়, কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সুষম মনোনয়ন প্রক্রিয়া নিশ্চিত করতেই এবার কঠোর বাছাই করা হবে। এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার নিয়ম,এনসিপি জানিয়েছে, যে কোনো আগ্রহী প্রার্থী তাদের নির্ধারিত পদ্ধতিতে সহজেই মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন।১. অনলাইনে আবেদন যে কেউ এনসিপির অফিসিয়াল ওয়েবসাইটnomination.ncpbd.org এ প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন। ২. অফলাইনে ফরম সংগ্রহ। অফলাইনে মনোনয়ন ফরম সংগ্রহের দুটি পদ্ধতি রয়েছে— ক) সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে।খ) এনসিপির মূখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে যোগাযোগ করে ফরম সংগ্রহ করা যাবে। দলটির সংশ্লিষ্টরা জানান, অনলাইন-অফলাইন উভয় প্রক্রিয়াতেই স্বচ্ছ ও সহজ পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হচ্ছে, যাতে সারাদেশের যোগ্য প্রার্থীরা অংশগ্রহণ করতে পারেন।

コメントがありません


News Card Generator