ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৭ জন: প্রাণঘাতী এডিস মশা অব্যাহত!
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৯ জনে। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৭ জন। বর্তমানে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৯৮৪ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে সোমবার (১৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশন অঞ্চল বাদে) ২০ জন, ঢাকা উত্তর সিটিতে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২১ জন, খুলনা বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ২ জন, ময়মনসিংহে ৭ জন এবং সিলেটে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মোট ৯৮ হাজার ৯৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৪৯ জনের, যার মধ্যে ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।
প্রতিবছর বর্ষাকালে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ে। তবে ২০২৩ সালে জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন, যার মধ্যে ঢাকায় ছিলেন ১ লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরের ২ লাখ ১১ হাজার ১৭১ জন।
গত বছর, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ৭০৫ জন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু। ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন, তখন প্রায় ৩০০ জনের মৃত্যু হয়। করোনা মহামারির ২০২০ সালে ডেঙ্গুর সংক্রমণ কম হলেও ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন এবং ১০৫ জন মারা যান। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৬২ হাজার ৩৮২ জন এবং মৃত্যু হয় ২৮১ জনের।
ডেঙ্গু মোকাবেলায় স্বাস্থ্য কর্তৃপক্ষ নাগরিকদের সাবধান থাকতে এবং মশার বিস্তার রোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
No comments found



















