চরভদ্রসন (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রসন উপজেলার প্রাণকেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চরভদ্রসন ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ শাহানা পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মণ্ডল।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শাহানা পারভীন বলেন “চিকিৎসা সেবা প্রত্যন্ত এলাকার জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি নিরলসভাবে কাজ করে যাব। আধুনিক চিকিৎসা সুবিধা এখন আর শহরকেন্দ্রিক থাকবে না।”
উদ্বোধন উপলক্ষে ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মণ্ডল ঘোষণা দেন, আগামী ১০ দিন ফ্রি চিকিৎসাপত্র প্রদান এবং সকল পরীক্ষার ওপর বিশেষ ছাড় দেওয়া হবে। এছাড়া বক্তব্য রাখেন ডাঃ মোহাম্মদ জালাল উদ্দিন, ডাঃ পীযূষ বিশ্বাস,অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, চরভদ্রসন ডিজিটাল হসপিটাল অত্র অঞ্চলের স্বাস্থ্যসেবায় একটি নতুন মাইলফলক স্থাপন করবে।



















