সত্যজিৎ দাস:
চা-শ্রমিকদের অধিকার ও শ্রমশর্তের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সমাবেশে প্রধান আলোচ্য বিষয় ছিল শ্রমিকদের ১০ দফা দাবি বাস্তবায়ন এবং দৈনিক মজুরি ৬০০ টাকা করার দাবি।
সমাবেশের সভাপতিত্ব করেন চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এবং খাদিম চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সবুজ তাঁতি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় সমন্বয়ক মনীষা ওয়াহিদ।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন,সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সংগঠনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এস এম শুভ,খাদিম চা-বাগানের শ্রমিক অনিতা নায়েক, এবং চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দপ্তর সম্পাদক দীপ্ত নায়েক প্রমুখ।
সভায় সবুজ তাঁতি বলেন,“চা-শ্রমিকদের জীবনযাত্রা উন্নয়নের জন্য কার্যকর নীতি এবং তাদের ভূমির অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। আমরা আমাদের ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য অবিচলভাবে সংগ্রাম চালিয়ে যাব।”
কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এস এম শুভ সমাবেশে শ্রমিকদের বিরুদ্ধে যে অব্যবস্থাপনা ও অবহেলার প্রমাণ আছে তা তুলে ধরে তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন,“শ্রমিকদের মৌলিক অধিকার রক্ষা না করা হলে আমরা সুসংগঠিত আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করব। আমাদের সংগ্রাম শুধুমাত্র মজুরি নয়,জীবনের মর্যাদা অর্জনের জন্য।”
সমাবেশে উপস্থিত শ্রমিক ও অতিথিরা একজোট হয়ে শ্রমিক অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করার আহ্বান জানান। সংগঠনটি আগামী দিনে আরও সক্রিয়ভাবে শ্রমিকদের অধিকার সুরক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।



















