বয়সভিত্তিক দলেও বাংলাদেশ বংশোদ্ভুত খেলোয়াড় আনার পরিকল্পনা বাফুফের..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
হামজা সমিত কিংবা কিউবা মিচেলের পর এইবার বয়সভিত্তিক দলেও বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে বাফুফে।..

এদিকে বসুন্ধরা কিংসে খেলা রবসন রবিনিয়ো ও জায়ান হাকিমের সাথে আলোচনার প্রসঙ্গের খবর ভিত্তিহীন বলেছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। 

হামজা সমিত আসার পর থেকেই বাংলাদেশ ফুটবল ফিরে পেয়েছে হারিয়ে যাওয়া সেই প্রাণ। মাঠে ফিরতে শুরু করেছে দর্শকরা। যার বাস্তব উদাহরণ ভূটান কিংবা সিঙ্গাপুর ম্যাচ৷ দর্শকরাও আশাবাদী, ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল আরো উন্নত করবে৷ জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে আসার সুফল পেতে শুরু করেছে দেশের ফুটবল। এবার একই পথে বয়সভিত্তিক দল নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে।

ফাহাদ করিম সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘অনূর্ধ্ব-২৩ কে মাথায় রেখে আমি তিন-চার জন খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি। তাদের বাবা-মা থেকে আমরা ইতোমধ্যে সম্মতি পেয়েছি। তারা যদি আসেন, তাদের পারফরম্যান্স যদি ভালো হয় এবং কোচ যদি তাদের কাউকে জাতীয় দলে নেন সেটা তার ব্যাপার। কিন্তু জাতীয় দলকে মাথায় রেখে এই মুহূর্তে আমি কারও সঙ্গে কথা বলছি না।’

সবকিছু ঠিকঠাক থাকলেও ভালো স্ট্রাইকারের অভাবে ভুগছে বাংলাদেশ দল। এবার নতুন করে স্ট্রাইকারের খোঁজে বাফুফে। এই প্রসঙ্গে ফাহাদ করিম আরো বলেন, এখন আমাদের মিডফিল্ড খুব ভালো। আমাদের উইঙ্গাররাও খুব ভালো করেছে। এখন যুব দল থেকে আমরা সেরা স্ট্রাইকারের খোঁজ করছি। বাইরে থেকে যারা আসার চিন্তা-ভাবনা করছে, সেখান যদি আমরা কাউকে সম্ভাবনাময়ী দেখি, তাকেও ডাকব।’

এদিকে বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলার রবসন রবিনিয়ো এবং বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জায়ান হাকিমের লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি।

Nessun commento trovato


News Card Generator