শনিবার বিকেলে নেত্রকোণার কলমাকান্দার নাজিরপুর মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা কৃষি ও কৃষক কল্যাণ নিয়ে কৃষি কথা ও কৃষক সমাবেশে এ কথা বলেন নেত্রকোণা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।
এ সমাবেশে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার কৃষকরা অংশগ্রহণ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কৃষক ওয়াজেদ আলী খান। কৃষির বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে কৃষকদের উদ্দেশ্য বক্তব্যে রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগ এর প্রফেসর ডক্টর মুহাম্মদ সফি উল্ল্যাহ মজুমদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের কৃষিতত্ত্ব বিভাগ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর আহমদ খায়রুল হাসান।



















