ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ভালুকা উপজেলা শাখার আয়োজিত বিক্ষোভ মিছিল। মিছিলটি শুরু হবে ভালুকা সরকারি কলেজ গেট থেকে।
ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল জানান, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সারা দেশে এবং ভালুকাতেও কর্মসূচির ঘোষণা দিয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। যেহেতু এই সংগঠনগুলো কার্যত নিষিদ্ধ ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত, তাই আমরা সজাগ থাকব যাতে তারা কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে।”
এ প্রসঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “যুবদলের সকল ইউনিটকে সজাগ ও সচেতন থাকতে হবে। কোনো উসকানিতে পা না দিয়ে আইনশৃঙ্খলা বজায় রেখে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি সফল করতে হবে।”
জানা গেছে, মিছিলকে কেন্দ্র করে ভালুকা উপজেলা যুবদলের নেতাকর্মীরা ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির প্রচার ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিটে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভালুকার রাজনীতিতে চলমান অস্থিরতার মধ্যে এ কর্মসূচি নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।



















