ভালুকা (ময়মনসিংহ) প্রতনিধি: ভালুকা উপজেলার ৩নং ওয়ার্ড, ভালুকা ইউনিয়ন পরিষদের সদস্য সুরুজ এর উদ্যোগে মিরকা প্রাইমারি স্কুল হইতে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পর্যন্ত নতুন সড়কের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সড়কের কাজের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের সদস্য সুরুজ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রামবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত জনতার মুখে ছিল স্বস্তি ও সন্তুষ্টির ছাপ, কারণ দীর্ঘদিন ধরে এই রাস্তাটির দুরবস্থা স্থানীয়দের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
উল্লেখ্য, মিরকা এলাকার এই রাস্তাটি বহুদিন যাবত সংস্কারের অপেক্ষায় ছিল। বর্ষা মৌসুমে কাদাযুক্ত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাস্তাটিতে শিক্ষার্থী, মুসল্লি ও স্থানীয়দের চলাচলে চরম অসুবিধার সৃষ্টি হতো। বিশেষ করে মিরকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কষ্টের মধ্যে যাতায়াত করতো, এবং ঈদের সময় ঈদগাহমুখী মুসল্লিদের জন্য এটি হয়ে উঠত এক বড় চ্যালেঞ্জ।
সুরুজ মেম্বার বলেন, “আমি নির্বাচনের আগেই এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এই গুরুত্বপূর্ণ সড়কটি উন্নয়নের আওতায় আনার। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এলাকাবাসীর সহযোগিতায় আমি ভবিষ্যতেও এমন উন্নয়নমূলক কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”
স্থানীয়রা বলেন, অবশেষে এই দীর্ঘ প্রতীক্ষিত রাস্তাটির কাজ শুরু হওয়ায় তাঁরা অত্যন্ত খুশি। তাঁরা আশা করেন, সুরুজ মেম্বারের নেতৃত্বে ও ইউনিয়ন পরিষদের কার্যকর পদক্ষেপে এলাকার আরও অবহেলিত অবকাঠামোগত সমস্যারও সমাধান হবে।
এই সড়ক উন্নয়ন কাজটি সম্পন্ন হলে শুধু শিক্ষার্থীদের যাতায়াতই সহজ হবে না, বরং কেন্দ্রীয় ঈদগাহমুখী হাজারো মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



















