ভাড়া চাওয়ায় ভ্যান চালককে মারলেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই জামাল...... ..

Md Wazad avatar   
Md Wazad
****

ভাড়া চাওয়ায় ভ্যান চালককে মারলেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই জামাল...... 


বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই জামাল এবং ভ্যান চালক রশিদ আহমদের সাথে গত শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় বাহারছড়া পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়,বাহারছড়ার মোশাররফ আলী মিয়ার বাজারে গাছের মিল থেকে লাকড়ি নিতে আসে বাহারছড়া পুলিশ ফাঁড়ির এক পুলিশ সদস্য।তার সাথে ভ্যান চালক রশিদ আহমদের দামাদামি হয় ৩০০টাকা,কিন্তু সে ফাঁড়িতে গিয়ে ভ্যান চালককে ৩০০টাকার জায়গায় ২০০টাকা দিয়ে চলে যায়,আর ১০০ টাকা চাইতে গেলে ভ্যান চালককে গালাগালি করতে থাকে ঐ পুলিশ সদস্য।এক পর্যায়ে এসআই জামাল সেলুন দোকান থেকে বের হয়ে ঐ ভ্যান চালককে গালাগালি করে থাপ্পড় মেরে কলার ধরে টানাহেঁচড়া করে মামলা দিয়ে জেলে ভরে রাখার হুমকি দেয়  বলেও জানা যায়।

এ নিয়ে ভুক্তভোগী ভ্যান চালাক রশিদের সাথে কথা বললে তিনি বলেন আমি এসআই জামালের সাথে কোন কথায় বলি নাই,তিনি সেলুন দোকান থেকে এসে হঠাৎ আমাকে মারতে থাকে এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে, এক পর্যায়ে সেখান থেকে চলে না আসলে আমাকে মামলা দিয়ে জেলে ভরে রাখার হুমকি দেয়।আমি অসহায় মানুষ ভ্যান চালিয়ে সংসার চালায়।আমি কোন অপরাধ করি নাই,আমি আমার ভাড়া চেয়েছি শুধু। আমি দেশবাসীর কাছে এই পুলিশের বিচার চাই।

এসআই জামালের সাথে কথা বললে তিনি ভ্যান চালককে থাপ্পড় মারার কথা অস্বীকার করে বলেন আমাদের এক পুলিশ ভাড়া করে আনছে,তবে ভাড়া বেশি হওয়ায় একটু ধমক দিয়েছি।
উপস্থিত জনগনের সাথে কথা বললে তারা বলেন আমরা দোকান থেকে বের হয়ে ভ্যান চালকটাকে দোকানে নিয়ে আসি।অহেতুক অসহায় মানুষকে মারা কিংবা হয়রানির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator