বগুড়ার শেরপুর উপজেলার ফুলতলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে জাল ভোট দিতে এসে রঞ্জু মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে মাদ্রাসার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫৮৬ জন। এর মধ্যে ইবতেদায়ী শাখার ভোটার ২৮৬ জন এবং দাখিল শাখার ২৮৩ জন (তথ্যসূত্র অনুযায়ী)। নির্বাচনে মোট ভোট পড়েছে ৩০৮টি। এর মধ্যে দাখিল শাখায় ১৬১ ভোট এবং ইবতেদায়ী শাখায় ১৪৭ ভোট কাস্ট হয়েছে।
দিনভর ভোটগ্রহণ ও গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। এতে সাধারণ অভিভাবক প্রতিনিধি ও সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি পদের ফলাফল
সাধারণ অভিভাবক প্রতিনিধি (প্রাপ্ত ভোট): অভিভাবক প্রতিনিধি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাপ্ত ভোটের ভিত্তিতে প্রার্থীদের অবস্থান:
শাহ আলম: ৯৭ ভোট, শাহাদত হোসেন: ৯১ ভোট, ফুলটু প্রামানিক: ৮৪ ভোট, রুবেল মিয়া: ৬৭ ভোট, রায়হান কবির: ৬৪ ভোট , রবিউল ইসলাম: ৪৮ ভোট, সাইফুল ইসলাম পল্টু: ২৮ ভোট, শহীদুল ইসলাম: ১৪ ভোট, আবু তাহের: ৪ ভোট, মনির হোসেন: ১ ভোট।
সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি: শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত মহিলা) পদে মোট ১৮টি ভোট কাস্ট হয়। জাকিয়া সুলতানা ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উম্মে হাবিবা পেয়েছেন ৮ ভোট।
নির্বাচন চলাকালীন জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশ রঞ্জু মিয়াকে আটক করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
コメントがありません





















