উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর এলাকার খলিল শেখের ছেলে রাকিব শেখকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে নদীর পাড় কেটে মাটি বিক্রি করছিলেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে ধুনট থানা-পুলিশ সহায়তা করে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান বলেন, “পরিবেশবিধ্বংসী কোনো কার্যকলাপ বরদাশত করা হবে না। জনস্বার্থে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও কঠোরভাবে পরিচালিত হবে।”
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
বগুড়ার ধুনটে ইছামতি নদীর পাড় থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা..
Tidak ada komentar yang ditemukan



















