close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বগুড়ায় বিদেশি পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী হত্যা মামলার আসামি গ্রেফতার..

জিহাদ কাজী avatar   
জিহাদ কাজী
****

জিহাদ কাজী বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম (৩২) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

 

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম নিশিন্দারা চকর পাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনি এলাকায় আলোচিত শাকিল হত্যা মামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অন্তত ছয়টি মামলা রয়েছে।

 

বিষয়টি সোমবার দুপুরে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফুল রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রাত ২ ঘটিকায় রহিমের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে আমেরিকান তৈরি একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

 

ওসি ইকবাল বাহার আরও বলেন, “শাকিল হত্যা মামলাসহ নানা সন্ত্রাসী তৎপরতায় রহিম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাকে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে আদালতে পাঠানো হবে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator