close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্যামনগরে ২৪টি ছাগল জবাই করে এতিমখানায় ছদকা..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান।..

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্যামনগরে ২৪টি ছাগল জবাই করে এতিমখানায় ছদকা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজস্ব অর্থায়নে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন কুরআন শিক্ষার প্রতিষ্ঠান ও এমিতখানায় ২৪টি ছাগল জবাই করে এতিমদের দুপুরের খাবারের আয়োজন করেন তিনি।

দিনব্যাপী উপজেলার ভুরুলিয়া, কাশিমাড়ি, নুরনগর, কৈখালী, রমজাননগর, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর, বুড়িগোয়ালিনী, আটুলিয়া, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নসহ পৌর এলাকার বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসায় ছাগলগুলো পৌঁছেনোর পর কুরবানী দেওয়া হয়।
এসব কার্যক্রমে উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেন, অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতার আশায় এবং এতিম শিশুদের মুখে খাবার তুলে দিতে এ উদ্যোগ সত্যিই ব্যতিক্রম ও অনুকরণীয়।
ড. মনিরুজ্জামান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই ছদকা করেছি। এতিমদের দোয়া দ্রুত কবুল হয়-এ বিশ্বাস থেকেই এই উদ্যোগ গ্রহণ করেছি।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক সোলায়মান কবির, উপজেলা বিএনপির সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি.এম সাদেকুর রহমান সাদেক, শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

ছবি- শ্যামনগরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়  ২৪টি ছাগল জবাই করে এতিমখানায় ছদকা

 

コメントがありません


News Card Generator