ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপির আয়োজনে শুক্রবার সন্ধ্যায় এ কার্যক্রমে ওয়ার্ডজুড়ে উল্লেখযোগ্য জনসমাগম দেখা যায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। বক্তব্যে তিনি বলেন, সবচেয়ে বেশি নির্যাতিত রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি দাবি করেন, বিএনপি নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলার অপরাধেই বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি বলেন, একজন নেতা দেশের মানুষের ভোটাধিকার ও স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠার জন্য কতটা মূল্য দিতে পারেন, বেগম খালেদা জিয়া তার প্রমাণ। তিনি তার সন্তান হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন, বিনা কারণে দীর্ঘ সময় কারাভোগ করেছেন। অসুস্থ অবস্থায় যথাযথ চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন। তবুও তিনি গণতন্ত্রের দাবি থেকে সরে যাননি।
ফখরউদ্দিন বাচ্চু আরও বলেন, দেশের সাধারণ মানুষ আজ ন্যায়বিচার, সমান অধিকার ও ভোটের স্বাধীনতা চায়। বিএনপি সেই হারানো অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে, আর তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাই সেই পরিবর্তনের রূপরেখা। জনগণের শক্তিই পরিবর্তনের সবচেয়ে বড় চালিকা শক্তি, এ কথাই তিনি বারবার উল্লেখ করেন।
সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঘরে ঘরে লিফলেট বিতরণ করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কার নিয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা। এর উপর সংক্ষিপ্ত কয়েকটি হেডলাইন তৈরি করে দিবেন,



















