অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রুপ কুমার পাল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর এবং প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা এনজিও ফোরামের সভাপতি ও সাবেক প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন মিরাজ, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক আবু সালেহ, সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান খোকা এবং উপকূলীয় উন্নয়ন সংস্থার পরিচালক ও দৈনিক শেষ কথা পত্রিকার বার্তা সম্পাদক আতিকুর রহমান ইশতি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারি ইমরান হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। তারা দেশের সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও প্রতিবন্ধী উন্নয়ন কার্যক্রমে এনজিওগুলোর ভূমিকা তুলে ধরেন। বক্তারা সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার ইতিবাচক অবদানকে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সহায়ক হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সেলাই মেশিন ও টি



















