close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বাবর আযমের ২০ তম ওডিআই সেঞ্চুরি। পাকিস্তানের সহজ জয় লঙ্কানদের বিরুদ্ধে।..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
পাকিস্তান বনাম শ্রীলংকার মধ্যে অনুষ্ঠিত ৩ ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজের ২ নম্বর ম্যাচ। সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।..

সিরিজের ১ম ম্যাচে (১১ নভেম্বর) ৬ রানের উত্তেজনাপূর্ণ জয়ের পর গতকাল (১৪ নভেঃ) ২য় ম্যাচে পাক বাহিনী লঙ্কানদের মুখোমুখি হয়। টসে জিতে কাল স্বাগতিকরা প্রথমে ফিল্ডিং বেছে নেয়। 

শ্রীলংকা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৮ রানের মোটামুটি ভাল সংগ্রহ গড়ে। দলের পক্ষে জানিথ লিয়ানাগে সর্বোচ্চ ৫৪ রান করেন ৬৩ বল থেকে। স্বাগতিকদের হয়ে ৩টি করে উইকেট নেন হারিস রউফ ও আবরার আহমেদ। 

জবাবে পাকিস্তান তাদের ২য় উইকেট জুটিতে (ফখর-বাবর) ১০০ এবং ৩য় উইকেটে (বাবর-রিজওয়ান) ১১২* (১০৫ বলে) রানের জুটির কারণে সহজেই ৪৮.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৮৯ রান সংগ্রহ করে। দলের হয়ে বাবর আযম সর্বোচ্চ ১০২*, ওপেনার ফখর জামান ৭৮ (৯৩) এবং মোঃ রিজওয়ান ৫১* (৫৪) রান করেন। সফরকারীদের পক্ষে দুশমন্থ চামীরা ২টি উইকেট পান। 

এ ম্যাচের মূল নায়ক পাকিস্তানের বর্তমান টিমের সবচেয়ে বড় তারকা (ব্যাটসম্যান) বাবর আযম। এ ওয়ান ডাউন ব্যাটসম্যান কাল তার ওডিআই ক্যারিয়ারের ২০ নম্বর শতকটি হাঁকান। ফলে তিনি এখন পাকিস্তানের সর্বকালের সেরা (ওডিআই) ওপেনার সাঈদ আনোয়ারের সাথে যৌথভাবে সর্বোচ্চ (ওয়ানডে) সেঞ্চুরির মালিক! ১১৯ বলের অপরাজিত (১০২) ইনিংসটিতে তার বাউন্ডারি ছিল ৮টি। এ ম্যাচের ম্যাচসেরা তিনিই। 

এ পর্যন্ত বাবর আযমের ওডিআই ক্যারিয়ারঃ ১৩৯ ম্যাচে (১৩৬ ইনিংস) ৬৪৬৭ রান। গড় ৫৩.৮৯। ৫০-১০০= ৩৭-২০। 

কাল ৮ উইকেটের এ জয়ের পর ২-০ তে এগিয়ে থেকে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক দল। 

 

[ক্রিকবাজ।]

Ingen kommentarer fundet


News Card Generator