close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বাবা ও ছেলের মাদক ব্যবসা - ১৬ কেজি গাঁজা সহ ছেলে গ্রেফতার, বাবার খোঁজে পুলিশ ..

GK Shohag avatar   
GK Shohag
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাবা ও ছেলের মাদক ব্যবসায় অভিযান চালিয়ে, ১৬ কেজি গাঁজা সহ ছেলে গ্রেফতার হলেও পলাতক রয়েছে তার পিতা সুমন হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে অভিযান চালিয়ে, রিফাত হোসেন (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। 

আলোচিত এই মাদক ব্যবসা গড়ে তোলা হয়, 
নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি উত্তরপাড়া এলাকার একটি ভাড়া বাসায়। রিফাত ও তার বাবা সুমন (৩৯) এই এলাকার  খলিলুর রহমানের বাড়িতে ভাড়া থেকে গোপনে এই মাদক ব্যবসা পরিচালনা করছিল।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনূর আলম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রিফাত হোসেনকে গ্রেফতার করা হয়। তার বাবা সুমন হোসেনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের গ্রামের বাড়ি বরিশালের কাজিরহাট থানাধীন ছৈলা গ্রামে।

এ ঘটনায় রিফাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার বাবা সুমনকে পলাতক দেখানো হয়েছে। গ্রেফতারকৃত রিফাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Nema komentara


News Card Generator