close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আশুলিয়ায় নিখোঁজের ২ মাস পর অটোচালকের কং'কা'ল উদ্ধার ।..

SHARIF MIA avatar   
SHARIF MIA
আশুলিয়া প্রতিনিধি শরিফ মিয়া

আশুলিয়ায় নিখোঁজের ২ মাস পর অটোচালকের কং'কা'ল উদ্ধার ।
ঢাকার সাভার বিরুলিয়া থেকে অটোচালকের  কংকাল উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। সোমবার  বিকেলে আমিন মোহাম্মদ টাউনের সাইপাড়া ঝাউবন থেকে নিখোঁজ অটোচালকের কংকাল উদ্ধার করে পুলিশ। 

গত ২৯ শে সেপ্টেম্বর দুপুরে আশুলিয়ার নয়াপাড়া এলাকার শামীমের গ্যারেজ থেকে মিলন হোসেন (১৫) অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি । পরে নিখোঁজ মিলনের মা জোসনা বেগম গত ১৮ অক্টোবর আশুলিয়া থানায় সুমন (২৫) কে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। 

মামলার বিবরণে জানা যায় গত ২৯ শে সেপ্টেম্বর দুপুরে আসামী সুমন মিলন কে মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই অটোরিকশাসহ মিলন নিখোঁজ হয়। সোমবার বিকেলে সাভার মডেল থানা পুলিশ আমিন মোহাম্মদ  মডেল টাউনের পাশে সাইপাড়া ঝাউবন থেকে নিখোঁজ মিলনের কংকাল উদ্ধার করে। কংকাল উদ্ধারের পরেই আশুলিয়া থানা পুলিশ মামলার আসানী সুমন মিয়াকে গ্রেফতার করে। সাভার মডেল থানায় থানার উপপরিদর্শক ওহাব মিয়া বলেন,  সোমবার বিকেলে বিরুলিয়ায় আশুলিয়া মডেল টাউনের ঝাউবন থেকে নিখোঁজ মিলনের কংকাল উদ্ধার করা হয়েছে। কংকালটি ফরেনসিক তদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে বলেও জানান।

没有找到评论


News Card Generator