আশুলিয়ায় গার্মেন্টসের ঝুট না পেয়ে কর্মকর্তাকে অপহরণ চেষ্টা
সাভারের আশুলিয়ায় ঝুটের মালামাল না পেয়ে একটি তৈরি পোশাক কারখানার জেনারেল ম্যানেজারকে গাড়িতে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় কারখানার কর্মকর্তা ও তার পরিবারের মাঝে বিরাজ করছে চরম আতঙ্ক।
শুক্রবার সকালে এ বিষয়ে সাংবাদিকদের কাছে ব্রিফিং করেন ভুক্তভোগী সাধন কুমার দে। এর আগে বৃহস্পিতার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়ার দিয়াখালি এলাকায় এমন ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার রোজ ড্রেসেস লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার সাধন কুমার দে বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস থেকে প্রাইভেটকারে বাসার উদ্দেশ্যে রওনা হন। কারখানার সামনে ৬/৭ জন যুবক তার গতিরোধ করে গাড়ি থেকে ম্যানেজারকে নামিয়ে তাদের গাড়িতে উঠিয়ে নেয়। গাড়ির ভিতর আটকে রেখে বিভিন্নভাবে মারধর ও হুমকি-ধমকি দেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা গাড়িটি বিভিন্ন স্থানে ঘুরিয়ে সাধনকে কারখানার সামনে নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী গার্মেন্টস কর্মকর্তা সাধন কুমার দে বলেন, ওই ব্যক্তিদের ঝুট ব্যবসার সুযোগ না দেওয়ায় যুবকরা তাকে ধরে নিয়ে যায়। তিনি এখন জীবনে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
উল্লেখ্য, সম্প্রতি ওই প্রতিষ্ঠানের ঝুট ব্যবসা ডিটের মাধ্যমে স্থানীয় রনিকে দেওয়া হলে আরেক পক্ষ ঝুট নিতে বাধা দেয়। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের কোন পক্ষকেই ঝুট না দিয়ে নিজেরাই ঝুট বিক্রি করে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের সাথেই দ্বন্দ্বের সৃষ্টি হয় কারখানা কর্তৃপক্ষের।



















