close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আমতলীতে ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা–কর্মীর বিএনপিতে যোগদান..

Rahman Atuq avatar   
Rahman Atuq
বরগুনার আমতলী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক নেতা–কর্মী ও সমর্থক..

বরগুনার আমতলী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক নেতা–কর্মী ও সমর্থক। শনিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার নুরজাহান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লার হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

জানা গেছে, ইসলামী আন্দোলনের আমতলী সদর ইউনিয়ন কমিটির সহসভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যোগদানকারী নেতা–কর্মীরা বলেন, “এতোদিন আমরা ভুল করেছি। ইসলামী আন্দোলনে কোনো সঠিক রাজনৈতিক আদর্শ ও শৃঙ্খলা নেই। আমরা এখন জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে বিএনপিকে নতুনভাবে জনগণের সামনে তুলে ধরবো। ইসলামি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহমেদ খান, পৌর বিএনপি ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কবির ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতাকর্মীদের এমন গণ–যোগদানকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, “দেশের মানুষ আজ গণতন্ত্র ও ন্যায়ের রাজনীতি চায়। বিএনপি সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। ইসলামী আন্দোলন থেকে আসা ভাইদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। সবাই মিলে বিএনপিকে আরও শক্তিশালী করে তোলা হবে।

স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে আসন্ন জাতীয় নির্বাচনের আগে আমতলী অঞ্চলে বিএনপির সংগঠনগত অবস্থান আরও মজবুত হওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

Ingen kommentarer fundet


News Card Generator