close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আমতলীতে ইসলামী আন্দোলনের বিএনপিতে যোগদান: অপপ্রচারের দাবি দলের..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Islami Andolon Bangladesh (IAB) dismissed the news of its Amtoil leaders joining the BNP as completely false, baseless, and politically motivated propaganda.

বরগুনার আমতলী উপজেলায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছে মর্মে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছে দলটি।

বরগুনার আমতলী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছে মর্মে গত ২৫ অক্টোবর, শনিবার যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে দলটি। ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ়তার সাথে এই সংবাদকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে আখ্যায়িত করেছে।

আজ ২৬ অক্টোবর, রবিবার বেলা ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে দলের উপজেলা সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী এবং সেক্রেটারি গাজী মুহাম্মাদ বায়েজীদ এই দাবি করেন।

নেতৃবৃন্দ ব্যাখ্যা দিয়ে জানান, সংবাদে নাসির উদ্দিনের নেতৃত্বে যোগদানের যে ঘটনা বলা হচ্ছে, সেই নাসির উদ্দিনকে গত ১ অক্টোবর, ২০২৫ তারিখে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনি নোটিশের কোনো উত্তর দেননি। ফলে, ৫ অক্টোবর অনুষ্ঠিত এক বৈঠকে তাকে আমতলী সদর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের সভাপতির পদসহ সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। সুতরাং, সাংগঠনিকভাবে তার কোনো যোগদান ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের যোগদান হিসেবে গণ্য হতে পারে না।

উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদী তার বক্তব্যে জোর দিয়ে বলেন, যোগদানের সময় সেখানে উপস্থিত যারা ছিলেন, তারা কেউ-ই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী বা সমর্থক ছিলেন না। বরং তারা স্থানীয় বিএনপি বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ হতে পারেন।

মাওলানা জিহাদী বিএনপি নেতৃবৃন্দকে এই ধরণের বিতর্কিত কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান। একই সাথে, যেসকল গণমাধ্যম এই সংবাদ প্রকাশ করেছেন, তাদের বিষয়টি নিয়ে তদন্ত করে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করারও আহবান জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন বিতর্কের সৃষ্টি হলো।

Ingen kommentarer fundet


News Card Generator