আলহাজ্ব নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের সাফল্যের পেছনে সিনিয়র পেট্রোল লিডার মিনহাজের নিরলস পরিশ্রম
স্কাউট একটি আন্তর্জাতিক সংগঠন, যার মূল উদ্দেশ্য হলো তরুণ-তরুণীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, দেশপ্রেম, সহযোগিতা, আত্মনির্ভরতা ও সেবার মানসিকতা গড়ে তোলা। বাংলাদেশে স্কাউটের কার্যক্রম তিনটি স্তরে পরিচালিত হয় — প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে।
এরই ধারাবাহিকতায় আলহাজ্ব নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ নিয়মিতভাবে দেশ ও সমাজের সেবায় কাজ করে যাচ্ছে। গ্রুপটির সূচনা থেকেই ইউনিট লিডার আতিকুল ইসলাম এর দিকনির্দেশনায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন গ্রুপটির সিনিয়র পেট্রোল লিডার মোঃ মিনহাজ সরকার।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিনহাজ বলেন,
> “আমি আমার প্রাণের সংগঠন স্কাউটকে ভালোবাসি। আমি দায়িত্ব পালন করতে চাই স্রষ্টার প্রতি এবং দেশের সকল মানুষের প্রতি। কাজ করে যেতে চাই সকলের জন্য।”
তরুণ এই স্কাউট সদস্যের এমন অনুপ্রেরণামূলক মনোভাব নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে।
প্রতিবেদন: স্টাফ রিপোর্টার
আই নিওজ বিডির
গাজীপুর, শ্রীপুর



















