আজ জাতীয় রেলপথ দিবস: নিরাপদ, সাশ্রয়ী ও আধুনিক রেলের ভবিষ্যৎ দিশা..

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
আধুনিক ও সাশ্রয়ী রেলসেবা নিশ্চিত করতেই জাতীয় রেলপথ দিবস উদযাপন করা হয়।

গলাচিপা ( পটুয়াখালী) প্রতিনিধিঃ

জাতীয় রেলপথ দিবস হলো রেল যোগাযোগের গুরুত্ব, ইতিহাস ও রেলের প্রতি জনগণের আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে নির্ধারিত একটি জাতীয় দিবস। রেলকে নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব গণপরিবহন হিসেবে প্রচার করাই এ দিবসের মূল লক্ষ্য।

রেলপথের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা, রেল ব্যবহারে উৎসাহিত করা, রেল খাতের উন্নয়ন ও আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা এবং রেল যোগাযোগকে দেশের অর্থনীতি ও জনগণের ভ্রমণে আরও কার্যকর হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এ দিবস পালন করা হয়। নিউজ ও ছবি সংগৃহীত 

No comments found


News Card Generator