close

লাইক দিন পয়েন্ট জিতুন!

১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার মোদি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পিএনবি কেলেঙ্কারির অন্যতম মূলচক্রী হিসেবে অভিযুক্ত নেহাল মোদিকে আমেরিকায় গ্রেপ্তার! ভাই নীরব মোদিকে পালাতে সহায়তা, বিদেশে অর্থ পাচার, ও তদন্তে বাধা দেওয়ার ভয়ংকর সব অভিযোগ—১৭ জুলাই তার ভাগ্য নির্ধারণ ক..

ভারতের ইতিহাসের অন্যতম আলোচিত ও আলোড়ন সৃষ্টিকারী আর্থিক কেলেঙ্কারি—পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) কেলেঙ্কারিতে যুক্ত হয়েছে নতুন অধ্যায়। বহুল আলোচিত এই দুর্নীতির মামলায় এবার যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন নেহাল দীপক মোদি, যিনি এই কেলেঙ্কারির অন্যতম সন্দেহভাজন হিসেবে দীর্ঘদিন ধরেই ইন্টারপোলের নজরদারিতে ছিলেন।

গত ৪ জুলাই শুক্রবার, মার্কিন কর্তৃপক্ষ ইন্টারপোলের রেড কর্নার নোটিশের ভিত্তিতে তাকে আটক করে। ভারত সরকারের অনুরোধেই এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নেহাল মোদি বেলজিয়ামের নাগরিক হলেও তার বিরুদ্ধে ভারতীয় তদন্ত সংস্থাগুলোর গুরুতর অভিযোগ রয়েছে।

মূল অভিযুক্ত নীরব মোদির ভাই নেহাল, যিনি এই ভয়াবহ কেলেঙ্কারির পর নীরবকে পালাতে সাহায্য করেছেন বলে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিযোগ এনেছে। কেবল সাহায্য নয়, অভিযোগ রয়েছে তিনি তদন্ত প্রক্রিয়ায় বাধা দিয়েছেন, প্রমাণ নষ্ট করেছেন এবং ভুয়া কোম্পানি ও বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হাজার হাজার কোটি রুপি বিদেশে পাচার করেছেন।

২০১৮ সালের জানুয়ারিতে এই আর্থিক দুর্নীতি প্রকাশ্যে আসে। তদন্তে জানা যায়, নীরব মোদি পিএনবি ব্যাংক থেকে ভুয়া এলওইউ (লেটার অফ আন্ডারটেকিং) ব্যবহার করে প্রায় ৬,৪৯৮ কোটি রুপি এবং তার মামা মেহুল চোকসি আরও ৭৮০ কোটি রুপি আত্মসাৎ করেছেন। তবে কেলেঙ্কারি প্রকাশের আগেই তারা দেশ ত্যাগ করেন।

নীরব মোদি বর্তমানে যুক্তরাজ্যে বন্দি রয়েছেন এবং তার প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে। অন্যদিকে, মেহুল চোকসি ক্যারিবিয়ান অঞ্চলের অ্যান্টিগুয়া ও বারবুডায় আশ্রয় নিয়েছেন। এখন নেহাল মোদির গ্রেপ্তার ভারতের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

গ্রেপ্তারের পরপরই নেহাল মোদিকে যুক্তরাষ্ট্রের আদালতে হাজির করা হয়। আগামী ১৭ জুলাই তার প্রত্যর্পণ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, তিনি জামিনের আবেদন করবেন, যদিও মার্কিন প্রসিকিউশন পক্ষ ইতিমধ্যেই এর বিরোধিতা করেছে।

ভারতীয় কর্তৃপক্ষ আশাবাদী যে, নেহালের প্রত্যর্পণ হলে তদন্তে নতুন তথ্য আসবে এবং দীর্ঘদিন আটকে থাকা আর্থিক জালিয়াতির রহস্য আরও স্পষ্ট হবে।

ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো মনে করছে, এই গ্রেপ্তারের মাধ্যমে শুধু নেহাল নয় বরং পুরো চক্রের অনেক অজানা দিক সামনে আসবে। বিশেষ করে যেসব আন্তর্জাতিক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা পাচার হয়েছে—তা উন্মোচনের সুযোগ তৈরি হবে।

নেহাল মোদির গ্রেপ্তার শুধু একটি আইনি পদক্ষেপ নয়, এটি ভারতের জন্য একটি বড় কূটনৈতিক ও তদন্তগত বিজয়। এখন নজর ১৭ জুলাইয়ের শুনানির দিকে—কারণ সেটিই নির্ধারণ করবে, অবশেষে তিনি ভারতের মুখোমুখি হবেন কি না।

No comments found