About Us
Md. Razib Hossain - (Kushtia)
প্রকাশ ২৮/০৭/২০২১ ১২:০৮এ এম

করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী মুহিত

করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী মুহিত Ad Banner
করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি।

কিশোর ভট্টাচার্য জানান, ৩ থেকে ৪ দিন আগে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। গতকাল সোমবার (২৬ জুলাই) রাজধানীর স্কয়ার হাসপাতালে চেকআপ করেছেন। বর্তমানে তিনি বনানীর বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আপাতত জটিল কোনো সমস্যা দেখা দেয়নি।

এদিকে আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এএসএ মুয়িয সুজন জানান, গত কয়েকদিন ধরে সাবেক এ অর্থমন্ত্রী শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় গত (২৫ জুলাই) রোববার তিনি করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে, একই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন।

এসময় তিনি পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিত এর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ