About Us
মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
khairul Khandaker - (Tangail)
প্রকাশ ২২/০৭/২০২১ ০৯:৪৮পি এম

টাঙ্গাইলে বাসুলিয়ায় চাপড়া বিলে ঈদ পিকনিক লঞ্চ ডুবছে

টাঙ্গাইলে বাসুলিয়ায় চাপড়া বিলে ঈদ পিকনিক লঞ্চ ডুবছে Ad Banner
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের ৩৮জন যাত্রী নিয়ে একটি পিকনিকের লঞ্চ ডুবে যায় ।বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে লঞ্চটি ডুবের ঘটনাটি ঘটে।

থানার অফিসার ইনচার্জ ওসি হারুনুর রশিদ বলেন, উপজেলার কালমেঘা গ্রামের ৩৮জন বন্ধু মিলে একটি পিকআপভ্যান ও সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে পিকনিক স্পট বাসুলিয়ায় (চাপড়া বিল) বেড়াতে যান। পরে তারা সেখানে একটি লঞ্চ ভাড়া নিয়ে বিলটির বিভিন্নস্থানে ঘুরে। সাউন্ড সিস্টেমে গানের তালে তালে নাচানাচির এক পর্যায়ে লঞ্চটি হঠাৎ করে ডুবে যায়। এঘটনায় সবাই উদ্ধার হয়েছে। কেউ নিখোঁজ বা আহত নেই। লঞ্চটি উদ্ধারে কাজ চলছে।

লঞ্চটিতে থাকা নূর আলম বলেন, আমরা ৩৮জন মিলে ঈদ উপলক্ষে পিকআপ ও সাউনন্ড সিস্টেম ভাড়া করে পিকনিক স্পর্ট বাসুলিয়ায় বেড়াতে যাই। সেখান থেকে একটি লঞ্চ ভাড়া নিয়ে বিলটির বিভিন্নস্থানে ঘুরাঘুরি করি। বক্সে গানের তালে তালে সবাই নাচছিল। এক পর্যায়ে লঞ্চটি ডুবে যায়। পরে অন্যান্য নৌকার যাত্রীদের সহযোগিতায় সবাই উঠে আসি। আর কেউ নিখোঁজ নেই। সবাই সুস্থ আছে। তবে আমাদের ৩৫টি মোবাইল ফোন লঞ্চটিতে রয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ