About Us
মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Md.Rakibul Hang - (Chattogram)
প্রকাশ ২২/০৭/২০২১ ০৯:৩১পি এম

করোনার মাঝেই পতেঙ্গা সৈকতে মানুষের ভিড়

করোনার মাঝেই পতেঙ্গা সৈকতে মানুষের ভিড় Ad Banner
করোনা সংক্রমণ বৃদ্ধিতে চলমান বিধি নিষেধ অমান্য করে ঈদের দ্বিতীয় দিনে মানুষের ভিড় বেড়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। বৃহস্পতিবার ( ২২ জুলাই) বিকালে পতেঙ্গা সমুদ্র সৈকত ঘুরে এমন দৃশ্যের দেখা মিলেছে। শুধু বয়স্করা নয় অনেকেই ঝুঁকি নিয়ে এখানে এনেছেন শিশুদেরও।

সৈকতে উপস্থিত পুলিশে বাধা টেলে অনেকেই গাড়ি নিয়েই প্রবেশ করেছে । এমন দৃশ্য দেখা গেছে নগরীর উম্মুক্ত বিনোদন স্পট গুলোতেও। নগরীর সিআরবি, অভয়মিত্র ঘাট, শাহআমানত সেতু এলাকায়ও মানুষের ভিড় ছিলো দেখার মত।

উল্লেখ্য, দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামে গত দুই বছরের চারটি ঈদসহ প্রায় দশ মাস ধরে বন্ধ রয়েছে সকল বিনোদন কেন্দ্র ।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ