About Us
Md Mamunur Rashid - (Bogura)
প্রকাশ ২২/০৭/২০২১ ০২:৪৮পি এম

বগুড়ায় বাস চাপায় শিশু নিহত

বগুড়ায় বাস চাপায় শিশু নিহত Ad Banner
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের চাপায় রহমত উল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে মহাসড়কের উপজেলার মহিপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত উল্লাহ উপজেলার মহিপুর বুড়িতলা এলাকার মো. রানা মিয়ার সন্তান।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, বাসটি ঈদে ঘরমুখী যাত্রীদের নিয়ে বগুড়ায় যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে বাসটির সামনের চাকার পাতি ভেঙে খুলে যায়।

এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুকে চাপা দেন। দুর্ঘটনায় পরেই চালক মহাসড়কে গাড়ি ফেলে পালিয়ে যান। বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর নিহত শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ