About Us
Oliur Rahman - (Moulvibazar)
প্রকাশ ২২/০৭/২০২১ ১১:৫৮এ এম

আইটেল ভিশন ২ প্লাস

আইটেল ভিশন ২ প্লাস Ad Banner
আইটেল কোম্পানি ভিশন সিরিজের মধ্যে নজরকাড়া মোবাইল নিয়ে এল আইটেল ভিশন 2প্লাস। (৩/৬৪ জিবি সংস্করণ) এসেছে আইটেল মোবাইল বাংলাদেশ। ভিশন ২প্লাস এ থাকছে ৩ জিবি রেম ৬৪ জিবি রমের এক বিশাল স্টোরেজ। ৬.৮ ইঞ্চির এইচডি+ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ৫০০০এমএইচ ব্যাটারি। iTel vision 2 plus নজরকাড়া ডিজাইন ও স্টাইলিশ ডিজাইন ক্যামেরার বিষয়ে বলতে গেলে ফোনটির পিছনে ডুয়েল ক্যামেরার সেন্সর সামনে সিঙ্গেল স্নেপার সুবিধা রয়েছে। (এ আই) সেন্সর সহ একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স রয়েছে। ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

iTel vision 2 প্লাস এর 5000mh এর ব্যাটারি তে সিম কার্ড সহ ৪১ দিনের stand-by ৪৯ ঘন্টা ( ২ জি) ফোন কল এবং টানা 48 ঘণ্টা মিউজিক প্লে করে 24 ঘন্টা ভিডিও দেখার নিশ্চয়তা দেবে iTel Vision 2 plus।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ