About Us
Abdul Latif Moral - (Khulna)
প্রকাশ ২২/০৭/২০২১ ১১:৫৫এ এম

কবিতা: জী-বাংলা,ষ্টার জলসা

কবিতা: জী-বাংলা,ষ্টার জলসা Ad Banner
জী বাংলা আর ষ্টার জালসা
গৃহিণীদের মাথা খেল,
সিরিয়াল গুলো দেখতে গিয়ে
সংসার করছে এলোমেলো।

বৌ দিদিরা কাটায় সময়
বসে টিভির সামনে,
নিত্য দিনের সাংসারিক কাজ
হবে বল কেমনে ?

সিরিয়াল দেখার নেশাতে আজ
তরকারিতে দেয়না নুন,
কর্তা বাবু করলে শাসন
করতে লাগে খুন।

কুট বুদ্ধিতে হলো পাকা
সবার বাড়ির গিন্নী,
তারই সুফল দেখেছে সবাই
ঘটিয়েছে যখন মিন্নি।

কাজের শেষে বাড়ি ফিরে
ঢুকলে টিভির ঘরে,
দৌড়ে এসে গিন্নী আমার
রিমোট নেয় কেড়ে।

দেশের খবর খেলা ধুলা
কিছুই দেখতে পাইনা,
টিভির সুইচ করলে অন
করে চ্যানেল দু'টির বায়না।

কলমে: মোহাম্মদ আজাদ আলী

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ