About Us
KAZI ARIFUL KARIM SOHEL - (Khulna)
প্রকাশ ২১/০৭/২০২১ ০১:৪৮পি এম

বাগেরহাটে নতুন করে আরও ৬১ জনের করোনা শনাক্ত

বাগেরহাটে নতুন করে আরও ৬১ জনের করোনা শনাক্ত Ad Banner
বাগেরহাটে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। আজ মঙ্গলবার জেলায় ২৭৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণ হার ২২ দশমিক ১০ শতাংশ। এছাড়াও বাগেরহাট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় সরকারি হিসেবে করোনায় আক্রান্ত হয়ে ১১২ জনের মৃত্যু হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার জেলায় নতুন করে করেনা আক্রান্তদের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৩১ জন, ফকিরহাটে ৮ জন, কচুয়ায় ৮ জন, শরণখোলায় ৬ জন, রামপালে ৪ জন, মোংলায় ৩ জন ও চিতলমারী উপজেলায় ৩ জন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, মঙ্গলবার বাগেরহাট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনে মৃত্যু হয়েছে। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬৬ জন। বর্তমানে বাগেরহাটে ৭০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৪০ জন চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় ৫ হাজার ৪০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ