About Us
Lina Jambil - (Mymensingh)
প্রকাশ ২১/০৭/২০২১ ১১:৫৩এ এম

সবাই নতুনকে অন্যরকম ভালবাসে

সবাই নতুনকে অন্যরকম ভালবাসে Ad Banner
পৃথিবীতে প্রতিটি মানুষই অবচেতন মনে যে কোন নতুন জিনিসকে সবাই পছন্দ করে । নতুন মানুষ , নতুন পোষাক, নতুন ধরনের খাবার, নতুন জায়গা , নতুন বই সবই নতুন নতুন পছন্দ করে । সে আমি হোক বা আপনি হোক নতুন মানেই কেমন যেন অনুভূতির জন্ম হয় ।

নিজের অজান্তেই তৈরী হয় নতুন অনুভূতি, এক ধরনের আকাঙ্খা, প্রত্যাশা বা সুখানন্দ জাগ্রত হয় অন্তরে ও মননে । যদি নতুন জামার কথা বলি, সহজ একটি উদাহরন । রঙ কেমন হবে, ডিজাইন কেমন হবে, দাম কেমন হবে, ফ্যাশন আধুনিক কিনা কত কিছু মনের মধ্যে তৈরী হয় । এসব কে সামনে রেখে তারপর আমরা বাছাই করি । নিজের পছন্দমত হয়ে গেলে তখন সুখ, আনন্দ, তৃপ্তি এসব নিজের মনে হাজির হয়, আমরা স্যাটিসফাই হই । এই যে অনুভুতি এতি প্রকৃতির বা স্রস্টার দান । যখন তিনি সৃষ্টি করেছেন তখন মন, আত্না, অন্ত, হৃদয় যাই বলিনা কেন এসকল কিছু দিয়েই আমাদের সৃষ্টি করেছেন ।

অনেক দিন পরে এ পাতাই এসে হঠাৎ করে তেমন কিছু লিখতে না পেরে বা মাথায় কোন চিন্তা না আসাতে এই নতুন নিয়েই একটু লিখে প্রকাশ করলাম । নিজের সাথে মিলিয়ে দেখতে পারেনা ।
আমি কি ঠিক বলেছি নাকি অন্য কিছু বলেছি । তবে এই অনুভূতি সবার একরকম হয়না । কারো কত কারো বেশী ।

মনে যা আসে তাই লিখলাম । সাথে থাকবেন যেন নতুন নতুন কিছু লিখে প্রকাশ করতে পারি ও আপনাদের কিছু আনন্দের সাথে নতুন কিছু দিতে পারি ।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

Md Enamul Huq - (Sylhet)
প্রকাশ ২৩/০৭/২০২১ ০৯:০০পি এম