About Us
KAZI ARIFUL KARIM SOHEL - (Khulna)
প্রকাশ ২০/০৭/২০২১ ০৭:৩৪পি এম

বঙ্গবন্ধুর নামে ১০ গরু-মহিষ কোরবানি দেবেন কুয়াকাটা পৌর মেয়র

বঙ্গবন্ধুর নামে ১০ গরু-মহিষ কোরবানি দেবেন কুয়াকাটা পৌর মেয়র Ad Banner
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আটটি গরু ও দুইটি মহিষ কোরবানি দেওয়ার কথা জানিয়েছেন পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হাওলাদার। ঈদ উপলক্ষে বসা বিভিন্ন পশুর হাট থেকে সাত লাখ টাকায় এ গরু ও মহিষগুলো ক্রয় করেছেন মেয়র। এ সব গরু ও মহিষ ইতিমধ্যে কুয়াকাটা পৌরসভার নয়টি ওয়ার্ডের কাউন্সিলরদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। কাল পবিত্র ঈদের দিন সকালে মেয়র নিজে উপস্থিত থেকে এ সব গরু ও মহিষ কোরবানি দেবেন।

এ বিষয়ে মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ‘পৌর এলকায় অনেক গরীব, দুস্থ ও মধ্যবিত্ত পরিবার কোরবানি দিতে পারছেন না। তারা কারও কাছে মাংস চাইতেও পারেন না। পৌর এলাকার সকল মানুষ যাতে কোরবানির মাংস খেতে পারেন এ জন্য বঙ্গবন্ধুর নামে এ কোরবানি দিব। ধনী ও গরীব সকলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এ আয়োজন।’

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ