About Us
মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
MD.SHAHID IMRAN RASEL - (Khagrachhari)
প্রকাশ ২০/০৭/২০২১ ০৬:০৭পি এম

আফগানিস্থানের কাবুলে প্রেসিডেন্ট ভবনে ঈদের নামাজে হামলা

আফগানিস্থানের কাবুলে প্রেসিডেন্ট ভবনে ঈদের নামাজে হামলা Ad Banner
ঈদুল আজহার নামায আদায়ের সময় আজ মঙ্গলবার সকালে আফগানিস্থানের কাবুলে প্রেসিডেন্ট ভবনের সামনে দফায় দফায় রকেট বিষ্ফোরণ হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আজ সকালে টোলো নিউজের টুইটে প্রকাশিত ভিডিও তে দেখা যায়,রাজধানী কাবুলে প্রেসিডেন্সিয়াল প্যালেসের আঙিনায় মুসল্লিদের সঙ্গে ঈদুল আজহার নামায পড়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ঠিক সে সময় দফায় দফায় বোমা বিষ্ফোরণের শব্দে প্রকম্পিত হতে থাকে চারপাশ। আশরাফ ঘানি সহ অন্যরা সে বিকট শব্দ উপেক্ষা করে নামাজ আদায় করেন ।

সংবাদ মাধ্যম সিনহুয়া বলছে, কাবুলের সর্ব্বোচ্ছ নিরাপদ স্থান গ্রিন জোন, যেখানে প্রেসিডেন্ট প্রাসাদ ও মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দূতাবাস রয়েছে, আর ঠিক সেখানে রকেট হামলা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ